জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক বললে একেক জন বলব একেক মানুষের কথা। কারো ক্ষেত্রে সেটা নিজের মা-বাবা, কারোর আবার স্কুলের প্রিয় ক্লাস টিচার, কারোর কলেজ প্রফেসর। যার কাছেই পাঠ নেওয়া, সেই-ই তো শিক্ষক। হতে পারে তা খাতায় কলমে পাঠ, হতে পারে জীবনের, হতে পারে যাপনের। দেশের নানা ভাষায় নানা সময়ের চলচিত্রে উঠে এসেছে শিক্ষক-পড়ুয়ার সম্পর্কের কথা। আজ রইল সেরকম খান পাঁচেক ছবির কথা
লাকি আলি-গৌরী কার্নিক অভিনীত মিউজিকাল ছবি। এক গানের মাস্টার আর তাঁর ছাত্রীর গল্প। ছবির গান দারুণ জনপ্রিয় হয়েছিল। শিক্ষক-ছাত্রীর সম্পর্ক ছিল বেশ ছক ভাঙা।
আমির খান দর্শিল সাফারি অভীনিত ছবিটি রীতিমতো সাড়া ফেলেছিল। বাবা মায়েরাও অনেক সময় সন্তানকে বুঝতে ব্যর্থ হন, বুঝে যান শিক্ষকেরা, ঠিক মন পড়ে ফেলেন ওদের। এভাবেই আমূল বদলে যায় কোনও কোনও জীবন।
ভারতীয় মহিলা হকি দলের কোচ কবীর খানের ভূমিকায় শাহরুখ অনবদ্য। কোন সময় নিজের ছাত্রীদের কতোটা উদ্বুদ্ধ করতে হবে, কতটা পাশে থাকতে হবে, কতোটা ছাড়তে হবে, সেইটাই শিখিয়েছিলেন কবীর খান।
Anubrata Mondal: জেলের মাছে অরুচি, দেশি মুরগি আর টাটকা পোনা খেতে চাইছেন অনুব্রত মণ্ডল
বোর্ডিং স্কুলের কড়া অনুশাসনের মাঝে হাঁপিয়ে উঠত কচি মনগুলো। এমন সময় এল নতুন স্যার, একমুঠো তাজা হাওয়া যেন। শাহিদ কাপুর, নানা পাটেকর, আয়েষা তাকিয়া অভীনিত ছবির গানও দারুণ প্রিয় হয়ে উঠেছিল সকলের
আনন্দ কুমারের জীবন নিয়ে ছবি, যার ধ্যান জ্ঞান ছিল অংক, যিনি গ্রামের, অল্প সুজোগ পাওয়া ছেলে মেয়ে গুলোর কাছে খুলে দিতে চেয়েছিলেন জ্ঞানের ভাণ্ডার, চাকরিও ছেড়ে দিয়েছিলেন ওদের জন্য। আনন্দের চরিত্রে হৃত্ত্বিক রোশনকে দারুণ মানিয়েছিল।