শুক্রবার মানে সপ্তাহান্তের গেটওয়ে। বড়পর্দার রিলিজের পাশাপাশি শুক্রবারের নতুন মানে ওটিটি স্ট্রিমিং। এই শুক্রবার বাঙালির জন্য বেশ জমাটি। ওটিটি-তে বুম্বাদা বনাম ব্যোমকেশের জমাটি লড়াই।
হিন্দি ওয়েব সিরিজে ডেব্যু করলেন বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদার বিপরীতে রয়েছে অদিতি রাও হায়দারি, সিরিজের নাম 'জুবিলি'। অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হচ্ছে 'জুবিলি'।
বলিউডের টানাপোড়েন, প্রতিদ্বন্দ্বিতা নিয়েই সিরিজের গল্প। চারের দশক থেকে শুরু করে আরও ৪০ বছরের সময়কাল উঠে এসেছে পর্দায়।প্রসেনজিৎ এবং অদিতি ছাড়াও রয়েছেন অপারশক্তি খুরানা, রাম কাপুরের মতো অভিনেতারা।
অন্যদিকে হইচইতে বাঙালির বড় প্রিয় গোয়েন্দা থুড়ি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'চিড়িয়াখানা' অবলম্বনে হইচই-তে ৭ই এপ্রিল মুক্তি পেতে চলেছে 'ব্যোমকেশ ও পিঁজরাপোল'। মূল চরিত্রের পাশাপাশি এবার ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব পালনের গুরুভারও অনির্বাণ ভট্টাচার্যের কাঁধে। এই সিজনে অজিতের ভূমিকায় প্রথমবার দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়কে। সত্যবতীর ভূমিকায় ঋদ্ধিমা ঘোষ।