৬ মার্চ ধুমধাম করে বিয়ে, জানিয়েছেন দুজনেই। এক সপ্তাহ আগে এলাহি আয়োজনে আইবুড়োভাত খেলেন হবু বর-কনে কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ।
ভালবাসার দিনে, ১৪ ফেব্রুয়ারি খাতায় কলমে সইসাবুদ সেরে অফিসিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস তাঁরা। সামনেই সামাজিক বিয়ে। তাঁর আগে শুরু হল আইবুড়োভাত পর্ব। টলিপাড়ার বন্ধুরাই মহা আড়ম্বরে আইবুড়োভাত খাইয়েছেন দুজনকে।
বিয়ে ধূমধাম করে হলেও সাংবাদিকদের আমন্ত্রণে কাঞ্চনের আপত্তি রয়েছে, ফেসবুকে পোস্ট করে মিডিয়ার পরিচিত বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিলেন হবু কনে শ্রীময়ী।