প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও জারি বাংলা টেলিভিশনের (Bengali Television) সাপলুডো খেলা। আগের সপ্তাহের মতোই এবারেও টিআরপি তে সবচেয়ে এগিয়ে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া (Gantchhara)। চলছে মহাশিবরাত্রির মহা সপ্তাহ। গাঁটছড়ার রেটিং ১০.২। নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করেছে খড়ি-ঋদ্ধিমান।
তালিকায় দু'নম্বরে স্টার জলসারই আরও একটি ধারাবাহিক 'আলতাফড়িং' (Altafaring)। গত সপ্তাহে, দু'নম্বরে থাকা 'মিঠাই' কে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে 'আলতা ফড়িং'। প্রাপ্ত রেটিং ৯.৫। জি বাংলার 'মিঠাই' নেমে গেল তিন নম্বরে। প্রাপ্ত রেটিং ৯.১।