টলি পাড়ার সবচেয়ে মিষ্টি কাপল ওরা। গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) আর ঋদ্ধিমা (Riddhima Ghosh)। বিয়ের পরেও দুজনের বন্ধুত্ব আছে আগের মতোই। পাঁচ বছরের অ্যানিভার্সারিতে বিলেতে কাটাচ্ছেন দুজন।
Midnapore Dharna: 'বৌকে ফেরত চাই', শ্বশুরবাড়ির সামনে ধর্না দিয়েও ব্যর্থ পিংলার যুবক
একটা নয়, ওদের বিয়ের দু'দুটো দিন। জোড়া দিনে জোড়া সেলিব্রেশন তাই। ২৪ নভেম্বর ছিল খাতায় কলমে সই সাবুদের দিন, আর আঠাশে অনুষ্ঠান। এবছরের বিবাহবার্ষিকীর উদযাপনে দুজনে পৌঁছে গিয়েছেন বিলেতে। সেখান থেকেই ঘনঘন ছবি পোস্ট করেছেন দুজন।
সাত বছরের প্রেম, পাঁচ বছরের দাম্পত্য, গৌরব-ঋদ্ধিমার গল্পের প্রায় একযুগ পার, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি রংমিলান্তির সেটে দুজনের প্রথম আলাপ। সেখান থেকেই একসঙ্গে রঙিন জীবনের দিকে এগিয়েছেন এক পা এক পা করে।