বিনোদন জগতে তারকাদের যেমন কারও কারও সঙ্গে সাপে নেউলে সম্পর্ক, তেমনই কেউ কেউ আবার গলায় গলায়৷ তেমনই টলিউডে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং তনুশ্রী চক্রবর্তীর মধ্যে রয়েছে গভীর বন্ধুত্বের সম্পর্ক। একবার দুই বন্ধু এসেছিলেন 'দিদি নং ওয়ান'এর মঞ্চে। আর দুইজনকে একসঙ্গে পেয়ে সঞ্চালক রচনা বন্দোপাধ্যায়ও একের পর এক প্রশ্ন করতে থাকেন। তবে মিমির সম্পর্কে ওই পর্বেই 'বেফাঁস কথা' বলে বসেন তনুশ্রী।
Durnibar-Minakshi: ঘন ঘন পোস্ট, এবার মৃত্যুর কথা দুর্নিবারের প্রাক্তনের আপডেটে?
তনুশ্রীকে যদিও আগেভাগেই মিমি সাবধান করেছিলেন তিনি যেন 'মুখ সামলে কথা বলেন'। তবুও তনুশ্রী বলে বসেন, মিমিকে জানাতে সে কতবার স্কুলে ফেল করেছেন। তবে এইকথা শুনেই মিমি জানান, তিনি ছোট থেকেই লেখাপড়ায় ভাল ছিলেন। কিন্তু ছোট থেকেই তাঁর ঠিক করা ছিল তিনি অভিনেত্রী হবেন৷ আর অন্যকিছু করতে দিলে হয়ত মিমি ব্যর্থই হতেন। এই পর্ব তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।