হৃতিক রোশন (Hrithik Roshan) এবং ফারহান আখতারের (Farhan Akhtar) বন্ধুত্ব বলিউডে সুবিদিত। এবার এই দুই তারকা বন্ধুকে একসঙ্গে নাচতে (Hrithik-Farhan danced together) দেখা গেল তাঁদের হিট ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সুপারহিট গান ‘সেনোরিটা’র (Senorita) তালে।
এই নাচের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ফারহান আখতারের বিয়ের অনুষ্ঠানেই (Farhan Akhtar's wedding ceremony) একসঙ্গে পা মেলাচ্ছেন দুই বন্ধু। পাশে দাঁড়ানো অতিথিরা উপভোগ করছেন এই দৃশ্য।
আরও পড়ুন: সতর্কবার্তার পর ৬১ জন 'নির্দল'কে তৃণমূল থেকে বহিষ্কার, সাংবাদিক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
রবিবার একজন ভক্তের অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়। দুই তারকার প্রাণখুলে নাচের ভিডিয়ো দেখে আনন্দে উত্তাল হয়ে পড়ে তাঁদের অগণিত ভক্তবৃন্দও।
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Hrithik-Farhan danced together in 'Senorita' viral video) শেয়ার করে লাইক, কমেন্টে ভরিয়ে দেন হাজার হাজার মানুষ।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ট বন্ধুদের উপস্থিতিতে চারহাত এক হয় ফারহান আখতার এবং শিবানি দন্ডেকরের।