বায়োপিকে অভিনয় করতে গেলে চরিত্রের সঙ্গে অভিনেতার চেহারার মিল কতটা জরুরি? এই বহু চর্চিত বিতর্ক নতুন করে দানা বেঁধেছে সৃজিতের 'পদাতিক'-এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই। মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চঞ্চলের 'লুক' এর সঙ্গে পরিচালক মৃণাল সেনের চেহারাগত সাদৃশ্য কতোটা। কেমন মেকআপ হয়েছে, সেই নিয়েই বিগত কয়েকদিন ধরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। তার মাঝেই মৃণাল পুত্র কুণাল সেন বললেন, তাঁর বাবা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়।
মৃণাল সেনের জন্মশতবর্ষে তাঁকে নিয়ে ছবি করছেন সৃজিত। ছবির লুক প্রকাশ্যে আসার পর তা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কুণাল। সঙ্গে লেখেন, অভিনেতাদের নিজেদের মতো দেখতে লাগলে একটু অস্বস্তিই হয়। কুণালের কমেন্টবক্স মুহূর্তে ভরে ওঠে মৃণাল অনুরাগীদের নানা মন্তব্যে।
Gurugram Road Accident: পুলিশের গাড়ির ধাক্কায় দুমড়ে গেল যাত্রীবাহী গাড়ি, মৃত এক শিশু, আহত আরও ৫
সৃজিত ছবির চিত্রনাট্য কুণাল্কে দেখিয়েছেন কিনা, প্রশ্ন করা হলে কুণাল লেখেন, কে কীভাবে ছবি তৈরি করবে, তিনি ঠিক করে দিতে পারেন না, কারণ মৃণাল সেন কারোর সম্পত্তি নয়।