আগামী বছরের গোড়ায় নতুন চমক। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) হাত ধরে আবার বড় পর্দায় ফিরছেন কাকাবাবু।
টিজার আগেই বাজারে এসেছিল। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) অভিনীত এই ছবির ট্রেলার প্রকাশিত করা হল। তাতে চমক পরিচালনার পাশাপাশি অভিনেতা সৃজিত। সেই ঝলকও দেখা গেল।
জঙ্গলের মধ্যে এক হোটেল। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কাহিনি নিয়ে তৈরি হয়েছে কাকাবাবুর প্রত্যাবর্তন। মনে করা হয়েছিল, চলতি বছরের বড়দিনেই মুক্তি পেতে পারে ছবিটি। তবে নতুন বছরে মুক্তির দিন ধার্য করা হয়।
২০২২ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। সন্তুর চরিত্রে আরিয়ান ভৌমিক। ছবির শুটিং হয়েছে আফ্রিকায়।