৮ মার্চ দিনটি সারা বিশ্বজুড়েই পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) হিসেবে। পৃথিবীর কোনও দেশে এটি উদযাপনের দিন, কোথাও বা প্রতিবাদের। নারী শ্রমিকের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাস জড়িয়ে এই দিনটার সঙ্গে। নারীর অধিকার, লিঙ্গ সাম্য নিয়ে মানুষের সচেতনতা আরও বাড়াতেই বেছে নেওয়া আলাদা একটা দিন।
রাষ্ট্রপুঞ্জে প্রথম বার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হল ১৯৭৫ এর ৮ মার্চ। এ বছরের আন্তর্জাতিক নারী দিবস-এর থিম হল Invest in Women: Accelerate Progress।
তবে নারী দিবসের উদযাপনের মানে পুরুষদের অবদান অস্বীকার করা নয়। ব্যক্তি পুরুষকে আক্রমণ করাও নয়, বরং পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ করে লিঙ্গ সাম্যের পথে আরও একটু পথ হাঁটা।