শুক্রবার পালিত হল দশম বিশ্ব যোগ দিবস| প্রতি বছরের মতো এবছরও ২১ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি । যোগ ভারতের প্রাচীন ঐতিহ্য । প্রাচীন কাল থেকেই ভারতে যোগ চর্চার অভ্যাস রয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনেই ২০১৪ সালের ডিসেম্বরে ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘ । তারপর থেকেই দিনটি যোগ দিবস হিসেবে পালন করা হয় ।
সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাসছে যোগ দিবসের পোস্টে| বলিউড থেকে টলিউড- একাধিক তারারা যোগ ব্যায়ামের গুরুত্ব এবং অভ্যাস সম্পর্কে উৎসাহিত করেছেন|
অভিনেত্রী মিমি চক্রবর্তী চিরকালই ফিটনেস ফ্রিক| প্রিয় পোষ্যের সঙ্গে যোগাভ্যাসের ছবি শেয়ার করে মিমি জানান, ছেলে এবং মায়ের যোগ অভ্যাস, ফিটনেস এবং আনন্দের রসদ|
যোগাভ্যাস এবং ধ্যানের গুরুত্ব বুঝিয়ে, অভিনেত্রী সন্দীপ্তা সেন বেশ কিছু ছবি শেয়ার করেছেন| সন্দীপ্তা লিখেছেন, “ আসুন শরীর, মন এবং আত্মাকে একত্রিত করতে যোগের শক্তি উদযাপন করি।”
ধ্যানের ছবি দিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘শারীরিক সুস্থতা, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক বৃদ্ধি পেতে যোগের শক্তিকে আলিঙ্গন করুন। শুভ যোগ দিবস!’