ঢাকা বা কলকাতা নয় বাংলাদেশি সুন্দরী জয়া আহসানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাপিয়ে বেড়াচ্ছে জাপানের বিভিন্ন শহরের ছবি। কখনও তিনি ওসাকার ক্যাসেল কখনও টোকিওর চেরিফুলের সৌন্দর্য উপভোগ করছেন জয়া। হিরোশিমা পিস মিউজিয়ামের ছবিও তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। কোনও শ্যুটিং নাকি ঘুরতেই? অভিনেত্রী জানান, কাজে নয় নিছকই ছুটি কাটাতেই পরিবারের সঙ্গে জাপান উড়ে গিয়েছেন জয়া। আগে কখনও এই দেশে যাওয়া হয়নি তাঁর। পরিকল্পনা ছিলই, এবার ছুটি মিলতেই সুযোগ হাতছাড়া করলেন না অভিনেত্রী।
Sohom-Solanki: 'এমন পাগলই থেকো', 'বিশেষ বন্ধু' সোহমকে জন্মদিনে শুভেচ্ছা শোলাঙ্কির
এক দুদিন নয়, অভিনেত্রী জানিয়েছেন ২০ দিনের লম্বা ছুটিতে তিনি জাপানে গিয়েছেন। ইতিমধ্যেই হোক্কাইডো, সাপোরো, টোকিয়ো ঘুরে ফেলেছেন তিনি। বাকি কয়েকদিনও ভিন দেশের আরও জায়গা এক্সপ্লোর করারই প্ল্যান রয়েছে তাঁর।