জয়া আহসানের এখন দারুণ সময় চলছে! দুই বাংলার বড় পর্দায় ঝড় তুলছেন তো বটেই, তার সঙ্গে একের পর এক দুর্দান্ত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। আপাতত একটি ওয়েব সিরিজের জন্যই গোয়াতে আছেন জয়া।
অনিরুদ্ধ রায় চৌধুরীর হিন্দি ওয়েব সিরিজ 'কড়ক সিং'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ৫৪ তম আইএফএফআই-তে দেখানো হবে এই ওয়েব সিরিজটি। সেই কারণেই ছবির অন্য কলাকুশলীদের সঙ্গে গোয়ায় গিয়েছেন বাংলাদেশী অভিনেত্রী।
Jeet-Manush: সিগনেচার মশালা ছবি 'মানুষ' আসছে, প্রোমশনে ব্যস্ত জিৎ-সুস্মিতা
সম্প্রতি দারুণ অভিনয়ের জন্য বাংলাদেশের জাতীয় পুরস্কার পেয়েছেন জয়া৷ টলিউডে অর্ধাঙ্গিনী, দশম অবতারের মতো ছবিতে তাঁর অভিনয় দেখে উচ্ছ্বসিত দর্শকরা। সেই সঙ্গে দাপিয়ে অভিনয় করছেন ওয়েব সিরিজে। দর্শকরাও তাঁকে উজাড় করে দিচ্ছেন ভালোবাসা।