কপালে বাঁকা লাল টিপ, খোলা চুল । সোশ্যাল মিডিয়ায় ঠিক এইভাবেই একটি সেলফি পোস্ট করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান । অনেকেই ভাববেন, এভাবে কেন বাঁকা টিপ পরেছেন জয়া ? নাকি বাঁকা টিপ পরাটাই এখন ট্রেন্ড ? না সেসব কিছুই নয় । বরং এই টিপই এখন হয়ে উঠেছে নারীদের প্রতিবাদের ভাষা । সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ #odddotselfie । সেই প্রতিবাদে এবার সামিল হলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান ।
জয়া এহসান সেলফি পোস্ট করে লেখেন, 'কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছে। রক্তে মেখে যাচ্ছে তাঁদের শোভন সৌন্দর্য। স্খলিত হয়ে পড়ছে টিপ। মানুষ হিসেবে তাঁদের মর্যাদা খসে পড়ছে। আসুন, আমরা নারী নির্যাতনের প্রতিবাদ করি। কপালের টিপ সরিয়ে পরে সেলফি তুলি,আর #OddDotSelfie লিখে শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। মেয়েরা বাঁচুক মানুষের পূর্ণ মর্যাদায়।'
বাংলাদেশের নারীদের উপর প্রতিনিয়ত ঘরে-বাইরে যে অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ করতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে রেডিও স্বাধীন । কপালের মাঝখান থেকে টিপ একটু সরিয়ে সেলফি তুলে হ্যাশট্যাগ odddotselfie দিয়ে পোস্ট করার আহ্বান জানাচ্ছেন তাঁরা । তাঁদের ডাকে সাড়া দিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন বাংলাদেশের শিল্পীরাও । তালিকায় রয়েছেন জয় এহসান, সারা যাকের, অপি করিম ও আরও অনেকে ।