২০০২ সালে 'সাথী' ছবির মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ অভিনেতা জিতের (Jeet)। প্রথম ছবিতেই তিনি মন জিতেছিলেন বঙ্গবাসীর, তারপর থেকে আর পিছন ফিরে তাকাতেও হয়নি অভিনেতাকে৷ কিন্তু অনেকেই হয়ত জানেন না, জিৎ টলিউডের সুপারস্টার হলেও তিনি কিন্তু বাঙালি নন। সিন্ধ্রি পরিবারে জন্ম তাঁর। বাংলা উচ্চারণ ভালো না হওয়ায় 'সাথী'তে অন্য কাউকে দিয়ে ডাবিং করানোর কথা ভেবেছিলেন নির্মাতারা। কিন্তু হাল ছাড়েননি জিৎ।
প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের টক শো তে এসে জিৎ স্বীকার করেছিলেন, উচ্চারণ স্পষ্ট করার তিনি একাধিক বাংলা গল্পের বই পড়তেন, খবরের কাগজ পড়তেন। তাঁর সহজ স্বীকারোক্তি ছিল, “আমি জোরে জোরে বাংলা বই পড়তাম। খবর পড়তাম যাতে উচ্চারণ ঠিক হয়।” আর এই স্ট্রাগলই তাকে এই মুহূর্তে টলিউডের সুপারস্টার অভিনেতার খেতাব দিয়েছে। বহু বছর আগের এই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।