জনপ্রিয় ইউটিউবার ঝিলম গুপ্ত এবার বলিউডে, তাও তাঁর ডেব্যু হচ্ছে করণ জোহার প্রোডাকশনের হাত ধরে। আমাজন প্রাইমের নতুন সিরিজ ‘লাভ স্টোরিয়া’-তেই দেখা গেল ঝিলমকে।
সোশ্যাল মিডিয়ায় তিনি দুর্দান্ত সক্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে তিনি কন্টেন্ট বানান, কখনও ছবির রিভিউ তো কখনও সিরিয়ালের রিভিউ। রূপান্তরকামীদের একটি দম্পতির চরিত্রে অভিনয় করেছেন ঝিলম।
Ankush Hazra:অপারেশন সম্পন্ন হল অঙ্কুশের, বাংলার সবচেয়ে বড় ডান্স নাম্বারের জন্য তৈরি হচ্ছেন অভিনেতা
এই প্রসঙ্গে ঝিলম জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই তাঁর অভিনয়ের ইচ্ছে ছিল। পরবর্তীতে সুযোগ পেলে আরও অভিনয় করবেন বলে জানিয়েছেন ঝিলম।