বাংলার পাশাপাশি বলিউড এবং দক্ষিণী ছবিতেও চুটিয়ে কাজ করছেন অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), যেকোনও চরিত্রেই প্রাণ ঢেলে কাজ করেন অভিনেতা। তবে সম্প্রতি যীশুর একটি ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নয়া অবতারে যীশু। কোনও পৌরাণিক চরিত্রের আদলেই নির্মিত যীশুর ছবি এই মুহূর্তে তুমুল ভাইরাল। ক্লিন শেভড গাল, মাথায় মুকুট, কপালে লাল তিলক, গলায় সোনার অলঙ্কার। কোন চমক আনছেন যীশু? সূত্রের খবর, দক্ষিণের ‘শকুন্তলম’ ছবিতে ইন্দ্রদেবের চরিত্রে অভিনয় করবেন যীশু।
Pratik-Sonamoni : 'এক্কা দোক্কা'-য় আসছে প্রতীক, পোখরাজকে সরিয়ে কি ফের জমবে মোহর-শঙ্খের রসায়ন ?
অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাও যীশুর আয়ত্তের মধ্যেই পড়ে। এই মুহূর্তে স্টার জলসার একটি গানের রিয়েলিটি শো সঞ্চালনার দায়িত্বে তিনি। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা যীশুর এই ছবি। কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ ছবি। ছবিতে নামভূমিকায় সামান্থা রুথ প্রভু। এছাড়াও দক্ষিণের তাবড় তাবড় নায়ক নায়িকারাও পর্দা ভাগ করে নেবেন অভনেতা যীশু সেনগুপ্তর সঙ্গে।