ইওরোপের নামি ফ্যাশন সংস্থা ক্রিশ্চিয়ান ডিওর। সারা বিশ্ব থেকে সংস্থার তরফে বেছে নেওয়া হয়েছে ১০০ জন মডেল। সেই তালিকায় জ্বলজ্বল করছে এক বাঙালি তরুণীর নাম, সারা সেনগুপ্ত। যীশু সেনগুপ্তের অষ্টাদশী কন্যা সারা র্যাম্পে হাঁটলেন ক্রিশ্চিয়ান ডিওর-এর মডেল হিসেবে। মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে বেশ ঘটা করেই বসেছিল র্যাম্পের আসর।
খুশির খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম ভাগ করে নেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের 'উমা' ছবিতে অভিনয় করেই বিনোদনের দুনিয়ায় পা রাখা যীশু নীলাঞ্জনার মেয়ে সারার। সে ছবির স্মৃতিও রোমন্থন করেছেন সৃজিত। 'উমা'র পর অন্য কোনও ছবিতে অবশ্য দেখা যায়নি সারা-কে।
ক্রিশ্চিয়ান ডিওর র্যাম্প ওয়াকে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন সারা দেশের বিনোদন জগতের হু'জ হুরা।