সঙ্গীতে জীবনের রুচি নিয়ে মনোময়ের বক্তব্য সামনে আসার পর থেকেই সমালোচনার ঝড় বইছে সঙ্গীত শিল্পী মহলে । সাবান, চানাচুরের মতো বিজ্ঞাপনে গাই গাইবেন না বলেছেন মনোময় । তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতার করেছেন জোজো । তিনি জানিয়েছেন, মনোময়ের মতো একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর এধরনের মন্তব্য করা উচিৎ হয়নি বলে মনে করছেন জোজো ।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাফৎকারে মনোময় বলেন, "সাবান, চানাচুর, লোহালক্কড়-এর বিজ্ঞাপনে গান গাইব না" । এরই জবাবে এদিন জোজো বলেন, "জিঙ্গল (বিজ্ঞাপনের গান) গাওয়াটা অপরাধ নয়, বরং কঠিন কাজ । কয়েক সেকেণ্ডের মধ্যে যদি ক্লিক না করাতে পারেন, তাহলে আপনি ব্যর্থ ।" তাঁর কথায়, কোনও কাজই তো ছোট নয়। তাতে
মানুষের পছন্দ-অপছন্দ থাকে ।
জানা গিয়েছে, মনোময়ের সঙ্গে কথা হয়েছে জোজোর । মনোময়দা তাঁকে জানিয়েছেন, তিনি তাঁর মন্তব্যর জন্য কোনও শিল্পীকে ব্যক্তিগত আক্রমণ করতে চাননি।