কর্নাটকের হাম্পিতে অনুষ্ঠানে আক্রান্ত সঙ্গীত শিল্পী কৈলাস খের। কড়া নিরাপত্তা সত্ত্বেও লাইভ পারফরম্যান্সের সময় তাঁর দিকে জলের বোতল ছুড়ে মারা হয় বলে অভিযোগ।নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ছুটে আসেন। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কনসার্টে একটিও কন্নড় গান না গাওয়ায় আক্রান্ত শিল্পী, অভিযোগ এমনটাই।
হাম্পি উৎসবের অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি কৈলাস। তবে ৩০ তারিখ সকালেই কন্নড় গানের লাইভ কনসার্টের পুরনো ভিডিও পোস্ট করেছেন কৈলাস খের।
২৭-২৯ জানুয়ারি কর্নাটকে তিন দিনের হাম্পি উৎসব চলছিল । সেখানেই গাইতে এসেছিলেন কৈলাস। নতুন বিজয়নগর জেলা গঠনের পর এই প্রথম কোনও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে ওই এলাকায়।