তাঁর আগের ছবি 'ধকড়' মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। সমালোচকদের মুখ বন্ধ করতে ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) চরিত্রে সাড়া ফেললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) কঙ্গনার (Kangana Ranaut) পরের ছবি 'ইমারজেন্সি'।
টিজারেই সাড়া ফেলল ছবির একটি ডায়ালগ। মার্কিন প্রেসিডেনটকে মিসেস গান্ধী জানিয়ে দিতে বলছেন, তাঁর দফতরে সকলেই তাঁকে ম্যাডাম নয়, স্যার বলে সম্বোধন করেন। এ ছবিতে পরিচালকের আসনেও স্বয়ং বলিউডের 'কুইন' নিজেই।
Agni's tribute to Mir: প্রতিদিন অগ্নির গলায় সকালম্যানের শো শুনছেন, 'ছাত্রের' প্রশংসায় আবেগপ্রবণ মীর
দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। ফার্স্ট লুকেই রীতিমতো প্রশংসিত হয়েছে তাঁর মেকআপ। বাকিটা জানার জন্য কিছুটা অপেক্ষা তো করতেই হবে। ২০২৩ এ মুক্তি পাবে 'ইমার্জেন্সি'।
এর আগেও রাজনৈতিক ব্যক্তিত্ব জয়ললিতার চরিত্রে দেখা গিয়েছে কঙ্গনাকে।