বলিউডে (Bollywood) আবারও করোনার (Coronavirus) থাবা৷ করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী করিশ্মা কাপুর (Karishma Kapoor)। তাঁর কেভিড (Covid 19) আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন বোন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)।
বৃহস্পতিবারই মেহবুব স্টুডিয়োতে কাজের সূত্রে যান করিনা। সেখানে আর এক অভিনেত্রী কাজলের (Kajal) সঙ্গে দেখা হয় করিনার। একে অন্যের পরিবারের খবর নেওয়ার ফাঁকে করিনা জানান, তাঁর পরিবারের অনেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর পরেই করিশ্মার ডাকনাম উল্লেখ করে তিনি বলেন, "লোলো গতকালই করোনায় আক্রান্ত হয়েছে।’’
২০২১ সালের ডিসেম্বর মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর নিজেই। করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁর বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরা। এবার করোনার কবলে পড়লে করিশ্মা।