নব্বইয়ের দশকের অসংখ্য দর্শকদের ঘুম উড়িয়েছেন তিনি, একের পর এক হিট ছবি উপহার দিয়ে তিনি হয়ে উঠেছিলেন বলি ডিভা। কিন্তু কেরিয়ারে এমন তরতরিয়ে সাফল্য মিললেও করিশ্মা কাপুরের ব্যক্তিগত জীবন মোটেই ছিল না সুখকর। বিবাহিত জীবনে চরম অশান্তি ভোগ করেছিলেন এই নায়িকা, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই কালো দিনের কথা জানলেন অভিনেত্রী করিশ্মা কাপুর।
অভিনেত্রী জানান, বিয়ের পর মধুচন্দ্রিমা থেকেই তাকে সহ্য করতে হচ্ছে নির্মম অত্যাচার। মধুচন্দ্রিমায় গিয়েই করিশ্মাকে নিলামে তুলতে চেয়েছিলেন স্বামী সঞ্জয় কাপুর। এমনকি এক বন্ধুর সঙ্গে সহবাস করতেও বলেছিলেন সঞ্জয়। ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ‘লোলো’, যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০১৬ সালেই তাদের বিয়ে ভেঙে যায়। বিয়ে ভাঙার সময় স্বামী সঞ্জয় কাপুরের বিরুদ্ধে বধূ নির্যাতন, মারধরের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান হওয়ার পরেও করিশ্মার সেই সম্পর্ক ছাদনাতলা পর্যন্ত গড়ায়নি। এরপরেই ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশ্মা, তাদের দুই সন্তানও রয়েছে। শুধু স্বামী নয় শাশুড়ির অত্যাচার ও সহ্য করেছেন তিনি। করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয়বার প্রিয়া সচদেবের সঙ্গে বিয়ে করেন সঞ্জয়।