ফের সুখবর। ভুলভুলাইয়াতে বিদ্যা বালান আর অক্ষয় কুমারের অনস্ক্রিন ম্যাজিক আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। এরপর ২০২২ সালের মার্চ মাসে মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ান আর কিয়ারা আদভানি অভিনীত 'ভুলভুলাইয়া ২'। সেই ছবিও বেশ জনপ্রিয় হয়েছিল। এবার কার্তিক নিশ্চিত করলেন, আসছে সুপারহিট হরর-কমেডি ফিল্মের সিক্যুয়েল, 'ভুলভুলাইয়া ৩’
ফের মঞ্জুলিকাকে ফিরে দেখার আনন্দে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে ছবি ঘিরে। সকলের সঙ্গে সুখবরটি ভাগ করে, কার্তিক লিখেছেন, ‘আমি যে তোমার’... অভিনেতা জানিয়েছেন, এই দীপাবলিতেই আসছে #BhoolBhulaiyaa3… পরিচালক অনীশ বাজমিই পরিচালনা করবেন এই ছবির। ফ্র্যাঞ্চাইজির শেষ দুটি ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।