কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের গুলিতে আবারও মৃত্যু এক কাশ্মীরি পণ্ডিতের। এই ঘটনার তীব্র নিন্দা করলেন টলিপাড়ার কাশ্মীরি পণ্ডিত ভরত কল (Bharat Kaul)।
সাম্প্রতিক অতীতে খুবই ঘনঘন আক্রান্ত হচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা (Kasmiri Pandit), ক্ষোভ প্রকাশ করেছেন টলিপাড়ার (Tollywood) জনপ্রিয় অভিনেতা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অভিনেতা বিশেষ আর্জি জানিয়েছেন। কাশ্মীরে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত থাকা পাঁচ হাজার কাশ্মীরি পণ্ডিতকে যাতে অবিলম্বে জম্মুতে বদলি করা হয়, সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন অভিনেতা। কাশ্মীরে সুরক্ষিত নয় কাশ্মীরি হিন্দুরাই, মত অভিনেতার।
Ankush Hazra : নতুন ভূমিকায় অঙ্কুশ, মির্জা-র টিজারে ঝড় তুললেন অভিনেতা
প্রসঙ্গত, এর আগে বিবেক অগ্নিহোত্রীর বহু চরচিত এবং বিতর্কিত 'দ্য কাশ্মীর ফাইলস' দেখেও মুখ খুলেছিলেন ভরত। বলেছিলেন, ছবিতে বর্ণিত কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচারের ঘটনা একেবারে সত্যি, এতটুকু বাড়িয়ে দেখানো হয়নি ছবিতে।