দিদিয়া এবং উচ্ছেবাবুর প্রেম এখন টলিপাড়ার ওপেন সিক্রেট। মুখে না বললেও একে অপরকে চোখে হারান তারা৷ 'মিঠাই'এর বিদায় ঘণ্টা বাজতেই জি বাংলার নতুন মেগায় কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী কৌশাম্বি। ইতিমধ্যেই প্রোমো এসেছে প্রকাশ্যে। নতুন মেগায় বিধবা বৌদির ভূমিকায় তবে দুই মেগার ফাঁকে ছুটি মিলতেই সাগরে পাড়ি দিয়েছেন কৌশাম্বি। তবে কৌশাম্বির ছবি দেখেই সকলের প্রশ্ন 'আদৃত কই'?
তবে কৌশাম্বি জানিয়ে দিয়েছেন একেবারে গার্লস ট্রিপে গিয়েছেন তিনি। এদিকে মুখে কুলুপ আঁটলেও দিদিয়ার সঙ্গে সিডের প্রেম আর চোখ এড়ায় না কারোরই। মে মাসের শুরুতেই শহরের এক রেস্তোরাঁয় ডেটে গিয়েছিলেন আদৃত-কৌশাম্বি। একসঙ্গে ছবি পোস্ট না করলেও ব্যাকগ্রাউন্ড দেখে বোঝাই যায়।