এই দিনটার প্রতীক্ষা ছিল, দেখতে দেখতে এসে পড়েছে সেই শুভদিন। আজ টেলিপাড়ার জনপ্রিয় তারকা যুগল আদৃত আর কৌশাম্বীর বিয়ে। বিয়ের আগের দিনটা কেমন কাটালেন হবু কনে?
৯ মে যতই এগিয়ে আসছিল, তর সইছিল না কৌশাম্বীর। বিয়ের আগের রাত কখন ফুরোবে, তারই অপেক্ষায় ছিলেন কনে। আইবুড়োভাত অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি কৌশাম্বী নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। হবু কনের হাত ভরে উঠেছে মেহেন্দিতে।
রানি-সোনালি শাড়িতে কৌশাম্বী যেন এক রূপকথার রাজকন্যা, তাঁর রাজপুত্তুরের অপেক্ষায় প্রহর গুনছে। ভিডিয়োতে কনে ব্যবহার করেছেন অরিজিৎ সিং এর গলায় একটা গান। 'সাজনা লাগেনা, আব আখিয়া তেরে বিন'...এ তো তারই মনের কথা। অপেক্ষার কয়েক ঘণ্টাকে মনে হচ্ছে যেন কত যুগ!