মৃণাল সেনের (Mrinal Sen) জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নতুন সিনেমা করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির নাম 'পালান' (Palan)। এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল, এবার সামনে এল মুক্তির দিন, আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'পালান'। মৃণাল সেনের জন্ম শতবর্ষে তাঁরই আইকনিক ছবি 'খারিজ' থেকেই অনুপ্রাণিত পালান।
কৌশিকের ছবিতে অভিনয় করছেন পাওলি দাম, যীশু সেনগুপ্ত। চার দশক আগের জুটি মমতা শঙ্কর-অঞ্জন দত্তও রয়েছেন ছবিতে।
Debi Chaudhurani : পুজোর পরই দেবী চৌধুরাণী-র শুটিং ? দিনক্ষণ জানিয়ে দিলেন পরিচালক
পাওলির প্রথম ছবিতে অভিনয় দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মৃণাল সেন। কথা ছিল একসঙ্গে কাজ করারও। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেছে পাওলির।
শতবর্ষ পেরনো বাঙালি পরিচালককে শ্রদ্ধা জানিয়ে সৃজিত মুখোপাধ্যায় তৈরি করছেন একটি বায়োগ্রাফি। নাম 'পদাতিক' । অঞ্জন দত্ত মৃণাল সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে একটি ছবি বানাচ্ছেন। এই তিনটে ছবির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই ।