নতুন ছবি আসছে| নাম ভর্গ (Bharga)। ছবিতে অভিনয় করছেন সৌরভ দাস এবং খরাজ মুখোপাধ্যায়| ছবির পরিচালক শুভম রায় | ছবিতে সৌরভের বিপরীতে অভিনয় করবেন প্রান্তিকা দাস| এক দম্পতি, এবং একজন শিক্ষক এই ছবির মূল কেন্দ্রীয় চরিত্রে| সৌরভ এবং প্রান্তিকা সদ্য বিবাহিত| নিজেদের মতো করে জীবন কাটাচ্ছেন তাঁরা| অন্যদিকে, সমাজসেবীর ভূমিকায় খরাজ মুখোপাধ্যায় |
তবে ছবির ট্যুইস্ট অন্য জায়গায়| ছবির নির্মাতারা জানিয়েছেন, এই সিনেমার লাভের টাকাটা ব্যবহৃত হবে নদীয়ায় একটি হাসপাতাল তৈরির কাজে| খরাজের চরিত্রের নাম হয়েছে সৌমেন্দু সান্যাল। সৌরভের চরিত্রের নাম কৌস্তভ ও প্রান্তিকার চরিত্রের নাম শর্মিলা। হটাৎ এই সুখী পরিবারে নেমে আসবে কোন বিপদ? এই নিয়েই এগোবে ছবির গল্প।
পরিচালক শুভম বলছেন, “সিনেমাটায় যেমন রোম্যান্স আছে, কমেডি আছে, অ্যাকশন রয়েছে... তেমনই রয়েছে ফ্যামিলি ড্রামা, আবেগে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো বেশ কিছু দৃশ্য ও ঘটনাপ্রবাহ।”