ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এর প্রেসিডেন্ট পদ থেকে সরেছেন বাংলার ‘মহারাজা’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্বভাবতই মন খারাপ ‘দাদা’ ভক্তদের। তাঁর পদ খোয়ানো নিয়ে বিপুল তরজা হয়েছে রাজনৈতিক মহলেও। কেউ কেউ বলছেন দাদা রাজনীতির শিকার। আবার কারও কথায় পর পর দুবার প্রেসিডেন্ট থাকে না কেউই, তাই সৌরভের অপসারণ অভিপ্রেতই।
আরও পড়ুন: T20 World Cup 2022: এবার শহরেও ক্রিকেট-জ্বর, বড় পর্দায় টি২০ বিশ্বকাপ দেখার সুযোগ কলকাতাবাসীর
কিন্তু কথা, পাল্টা কথা তর্ক বিতর্ক যাই চলুক না কেন, ভারতীয় ক্রিকেটে ‘মহারাজার’ অবদান ভোলার নয়। তাঁর হাতেই তৈরী হয়েছেন তাবড় তাবড় সব ক্রিকেটার। তাঁর সরে যাওয়া মানতে পারছে না টলিউডও। এই ঘটনার পরেই বন্ধ হয়ে গেল সৌরভকে নিয়ে তৈরী ছবি ‘কলকাতা ৯৬’ এর কাজ।
রানা সরকারের প্রযোজনায়, অভিনেতা রাহুল বন্দোপাধ্যায় পরিচালনার স্বপ্ন দেখেছিলেন সৌরভের ‘দাদাগিরি’ নিয়ে একটি ছবির। ছবির নাম ঠিক হয়েছিল ‘কলকাতা ৯৬’, দাদার অভিষেক থেকে , দুর্দান্ত অধিনায়কত্ব, টেস্টে লর্ডসে শতরান, ২০০২ সালে ট্রফি জিতে জার্সি ওড়ানো- সবই রুপোলি পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছিলেন রানা-রাহুল জুটি। কিন্তু ছবির পরিকল্পনা যখন তৈরী, তখনই BCCI এর প্রেসিডেন্ট পদে আর সৌরভ নেই। বিভিন্ন দিক বিবেচনা করেই ছবি বন্ধের সিদ্ধান্ত নিলেন রাহুল-রানা।