তুমি বলেছিলে এই আঁখির আড়াল, মনের আড়াল নয়
সেই সাগরবেলায় ঝিনুক খোটার ছলে
গান গেয়ে পরিচয়...
ওগো মোর গীতিময়
এই কালজয়ী গান প্রাণ পেয়েছিল যার গলায়, সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) এবার আঁখির আড়াল হবার পালা। চিরঘুমে শায়িত শিল্পীর শেষযাত্রার সাক্ষী থাকল তাঁর শহর।
Sandhya Mukherjee: গানেই থাকবে সন্ধ্যার ইন্দ্রধনু, শেষ হল বাংলা গানের এক শতাব্দী
গানে গানে তাঁকে বিদায় জানাল শহর কলকাতা। রবীন্দ্রসদন থেকে কেওড়াতলার উদ্দেশে রওনা দিল শিল্পীর নশ্বর দেহ। পূর্ণ মর্যাদায় স্যালুটের (gun salute) মাধ্যমে রাজ্য সরকারের তরফে শেষ বিদায় জানানো হল সন্ধ্যাকে।
আরও কিছুক্ষণ কাছে থাকা হল না, আরও কিছু কথা বলা হল না শিল্পীর। তবু এই শহর সুরের থেকে দূরে থাকতে পারেনি কখনও। তাই গীতশ্রীও- দূরে থাকবেন না। এ শহরে, এই বাংলায় দিন ফুরোলে সন্ধ্যা নামবেই।