বড় পর্দায় পা রাখছেন মদন মিত্র! হরনাথ চক্রবর্তীর পরিচালনায় অভিনয়,করবেন তিনি। সেই সিনেমার একটি গান সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছে কামারহাটি এমএলএ। তাতে দেখা যাচ্ছে এই সুইমিং পুলে বসে রয়েছেন মদন৷ তাঁকে ঘিরে বসে আছেন একঝাঁক সুন্দরী। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হল সেই ছবির গানের একটি অংশ।
হরনাথ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে মদন একজন চালকল মালিকের ভূমিকায় অভিনয় করেছেন। দুই চালকল মালিকের রেষারেষি এবং তাঁদের সন্তানদের বিবাহকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। মদন ছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সেনের মতো শিল্পীরা।
মদন যে রঙিন মানুষ, তা বলেছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রূপোলী পর্দায় পা রাখতে চলেছেন মদন।