ছবির নাম ছিল 'মেন্টাল'। সেন্সর বোর্ডের আপত্তিতে মুক্তির তিন দিন আগে নাম বদলে হয়েছে 'সেন্টিমেন্টাল'। নাম ছাড়া বাকি সব একই আছে। ছবিতে পুলিশ কমিশনারের ভূমিকায় রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
বড়পর্দায় মদন মিত্রের অভিষেক অবশ্য আগেই হয়েছে। গত বছর হরনাথ চক্রবর্তীর ছবি 'ওহ লাভলি'তে নায়িকার বেশ মেজাজি বাবার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যশ নুসরতের 'সেন্টিমেন্টাল'এ তিনি পুলিশ কমিশনার। পর্দায়ও নাম এম মিত্র।
Bhootpari Trailer: ভূতেরও হয়ে ওঠা থাকে, সামনে এল জয়া-ঋত্বিকের 'ভূতপরী'-র ট্রেলার
'সেন্টিমেন্টাল' যশ নুসরতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি। ছবি মুক্তির সকালেই সিনেমায় পুলিশ বেশে নিজের বেশ কিছু লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।