স্বর্ণযুগের দুই প্রতিভাবান নায়িকা ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নায়িকা ছিলেন তাঁরা। সময় এগিয়েছে, বার্ধক্য ঘিরে ধরেছে, কিন্তু ক্যামেরার সামনে এখনও তাঁরা সাবলীল। কুসুমদোলার পর ফের একটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে চলেছেন মাধবী-সাবিত্রী।
কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন মাধবী মুখোপাধ্যায়, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন সাবিত্রীও। কিন্তু দুজনেই পর্দায় এখনও চনমনে। বার্ধক্যজনিত সমস্ত প্রতিকূলতা এবং অসুস্থতাকে পাত্তা না দিয়েই নতুন করে কাজ শুরু করলেন দুই বর্ষীয়ান অভিনেত্রী।
এই নতুন ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন শন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামী। পাশাপাশি জুন আন্টি, অনিন্দ্যর জুটিও ফিরছে এই ধারাবাহিক দিয়েই।