গত শুক্রবার থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukhopadhyay)। অবশেষে চার দিনের মাথায় শারীরিক অবস্থার উন্নতি হল তাঁর। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, বয়সজনিত কিছু শারীরিক সমস্যা থাকায় আরও কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবারই মাধবীর ক্ষুদ্রান্ত্রে এন্ডোস্কোপি (Endoscopy) করা হয়। পরীক্ষার ফলাফলে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ সত্যজিতের জন্মশতবার্ষিকীর বর্ষপূরণ, শহরের নানা জায়গায় রয়েছে নানা অনুষ্ঠান
শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতির কারণে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। ৪ দিনের মাথায় তাঁর অবস্থা এখন স্থিতিশীল।