ফের একসঙ্গে দেখা যাবে দুই সইকে। সৌজন্যে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা ধারাবাহিক 'সোনায় সোহাগা'। একসময়ে একসঙ্গে বহু কাজ করেছেন দুই অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) এবং অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। পর্দায় তাঁদের দুজনকে একসঙ্গে দেখে আবার যে স্মৃতি রোমন্থন করবেন দর্শকরা তা আর বলার অপেক্ষা রাখে না।
করোনা (Covid) অতিমারির কারণে গত তিন বছর বিরতিতে ছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তাঁর মেয়ে তাঁকে শ্যুটিং করতে দেননি। এখন পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক। তাই ফের ফ্লোরে ফিরছেন অভিনেত্রী। যে কারণে অত্যন্ত খুশি তিনি।
আরও পড়ুন- বড় পর্দার মতো ওটিটিতে ফেলুদার প্রভাব থাকা অসম্ভব, জানালেন সন্দীপ রায়
আর এই ধারাবাহিকে উপরি পাওনা তাঁর বাল্যবেলার বান্ধবী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। তাঁর কথায়, অভিনেত্রী সাবিত্রী শুধু তাঁর সহকর্মী নন। অনেকদিনের বান্ধবী। ফের একসঙ্গে কাজ করবেন ভেবেই উচ্ছ্বসিত অভিনেত্রী।