অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami) চুটিয়ে অভিনয় করছেন বাংলা টেলি সিরিয়ালে। কিন্তু আর সেভাবে ক্যামেরার সামনে দেখা যায় না ‘ভালবাসা ডট কম’ এর তোড়াকে। ছেলের জন্মের পর থেকে তাড়িয়ে তাড়িয়ে মাতৃত্ব অনুভব করছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami) । এবার ৪ বছর পর ছোট পর্দায় কামব্যাক করছেন তোড়া।
সদ্য সান বাংলার পর্দায় শুরু হয়েছে শ্যামা ধারাবাহিকটি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন টুম্পা ঘোষ। সেই ধারাবাহিকের শ্যামা মায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মধুবনী গোস্বামীকে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
মধুবনী জানিয়েছেন গত ৪ বছরে একাধিক ধারাবাহিকের অফার তাঁর কাছে এসেছে। কিন্তু অভিনেত্রীর মনে হয়েছিল কেশবকে সময় দেওয়াটা বেশি জরুরি।