নেই নেই করে দু'দশকের বেশি পার করেছে তাঁদের দাম্পত্য। মাধুরী দীক্ষিত-শ্রীরাম নেনে। ২৩ বছর একসঙ্গে সংসার করছেন। দুই ছেলেও আছে তাঁদের। স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন, খোলসা করলেন বলিউড অভিনেত্রী নিজেই।
স্বামী চিকিৎসক, আর চিকিৎসকের স্ত্রী হওয়া মুখের কথা নয়, স্বীকার করেছেন মাধুরী। অভিনেত্রী হয়তো ভীষণ অসুস্থ, তার মধ্যেও সময় দিতে পারেননি স্বামী। হাসপাতালে অন্য রোগীর চিকিৎসায় ব্যস্ত থাকতে হয়েছে পেশাগত দায়বদ্ধতা থেকে। কিন্তু তারপরেও সম্পর্কে তিক্ততা আসেনি। কীভাবে?
Sourav Biopic: 'আমাকে সৌরভের বায়োপিক অফার করা হয়নি', মহারাজের সঙ্গে ইডেনে দেখা করার পরেও মন্তব্য রণবীরের
সংসারের সব কাজ ভাগ করে নিয়েছেন নেনে-মাধুরী। এভাবেই দিব্যি চলছে সংসার। নিজেদের মধ্যে দেখা কম হলেও সংসারে ঘুণ ধরেনি এতটুকু।