থিয়েটারের মঞ্চ থেকে শুরু করে টেলিভিশনের স্ক্রিন বা বড় পর্দা- বছরের পর বছর দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। বাঙালি দর্শকের অত্যন্ত প্রিয় এই অভিনেত্রী এবার ক্যামেরার পিছনে। কিছুদিনের মধ্যেই বড় পর্দায় রিলিজ করবে মানসী পরিচালিত 'এটা আমাদের গল্প'। সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চ হল।
এই কলকাতা শহরের বুকে একটি অন্যরকম প্রেমের কাহিনী বুনেছেন মানসী৷ জীবনের বহু বসন্ত পেরিয়ে আসা দুজন মানুষ সকালবেলায় হাঁটতে বেরিয়ে ছুঁয়ে ফেলেন একে অন্যের হাত। আর তারপর একটু একটু করে রং ধরে প্রবীণ দুটি হৃদয়ে৷ ভালোবাসার যে কোনও বয়স হয় না সত্যিই৷ বেশি বয়সের প্রেমিকপ্রেমিকাকে বুক দিয়ে আগলে রাখে একদল তরুণ তুর্কী। বাকিটা দেখতে আসতে হবে প্রেক্ষাগৃহে।
মানসীর ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সীরা। গান গেয়েছেন শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার এবং মনস্বিতা ঠাকুর।