এই মুহূর্তে বায়োপিকের বেজায় রমরমা। কোনও বিখ্যাত ব্যক্তির জীবন, বেড়ে ওঠা সবই জানা যায় বায়োপিক থেকে। এবার সেই তালিকাতেই নাম জুড়ছে পপ তারকা মাইকেল জ্যাকসনের। আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক। জানুয়ারি মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে শ্যুটিং। হলিউডে আসছে এই ছবি।
পরিচালনায় অ্যান্তোনি ফুকওয়া। প্রযোজনায় লায়নসগেট। আর মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন জাফার জ্যাকসন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চিত্রনাট্য লেখার কাজ।
মাত্র ৫০ বছরের জীবদ্দশায় মাইকেল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পপ গায়ক হয়ে ওঠেন। এখনও পর্যন্ত সবথেকে বেশি অ্যাওয়ার্ড নমিনেশন পাওয়া গায়ক তিনি। তাঁর কাজের জন্য তাঁকে কিং অফ পপ (পপ সঙ্গীতের রাজা) বলা হয়। কিন্তু এই সব কিছুই তুচ্ছ। যাবতীয় প্রাপ্তির ঝুলি ছাপিয়ে বড় হয়ে ওঠে মাইকেল জ্যাকসনের আশ্চর্য সম্মোহন, যাতে এখনো আবিষ্ট কোটি কোটি মানুষ।