আরজি কর কাণ্ডের পর সরাসরি প্রথম থেকেই মুখ খুলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়েদের রাত দখল কর্মসূচির প্রচার দায়িত্ব নিয়ে ধারাবাহিকভাবে নিজের স্যোসাল মিডিয়ার পাতায় করে গিয়েছেন তিনি। রাজ্য সরকারের প্রস্তাবিত মেয়েদের নাইট ডিউটিতে যাওয়ার নির্দেশিকা নিয়েও তিনি সরব হয়েছিলেন। এবার তদন্ত নিয়েও প্রশ্ন তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
ঘটনার পর কেটে গিয়েছে ২ সপ্তাহ। এখনও কি সিবিআই কাউকে খুঁজে পাচ্ছে না? প্রশ্ন তুললেন অভিনেত্রী। ৯ অগাস্ট ঘটনা ঘটেছে, এরপর রাজ্য পুলিশ থেকে সিবিআই হয়ে তদন্তের জল অনেক দূরেই গড়িয়েছে। কিন্তু প্রায় ১২ দিন কেটে গেলেও তদন্তের কোনও অগ্রগতি চোখে পড়ছে না।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেও ট্রোল, মিম, কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয়েছে একাধিক তারকাকে। মিমি প্রতিবাদ করায় পেয়েছিলেন ধর্ষণের হুমকি। কিন্তু চুপ থাকেননি অভিনেত্রী। পাল্টা এফআইআর দায়ের করেন তিনি। এবং এমন হুমকির শিকার যাঁরা হয়েছেন, বা হচ্ছেন তাঁদের একজোট হয়ে প্রতিবাদের ডাক দেন মিমি।
মিমি জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল দুই অভিযুক্তকে খুঁজছে পুলিশ। যদিও ইতিমধ্যেই তারা সমস্ত মন্তব্য মুছে হাওয়া হয়ে গিয়েছে।