যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় সরকার। মুদ্রাস্ফীতি নিয়ে সংসদে সরব হলেন মিমি৷ তাঁর অভিযোগ, বিজেপি সরকারের আমলে দেশে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না কেন্দ্র। এর ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। সোস্যাল মিডিয়া পেজে সংসদের নিজের প্রশ্নের ভিডিওটি শেয়ার করেছেন মিমি।
মিমি জানিয়েছেন, কনজিউজমার প্রাইস ইনডেক্স অনুযায়ী রিটেলে ২০১৯ সালে মুদ্রাস্ফীতির হার ছিল ৩.৭৩ শতাংশ। ২০২০ সালে তা বেড়ে হয় ৬.৬২ শতাংশ। ২০২১ সালো মুদ্রাস্ফীতির হার ছিল ৫.১৩ শতাংশ। ২০২২ সালে ৬.৭০ শতাংশ এবং ২০২৩ সালে ৬.৫২ শতাংশ। ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত গড়ে রিটেলে মুদ্রাস্ফীতি হয়েছে ৬.১ শতাংশ।
সাংসদ জানিয়েছেন, ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েছিল ৬.৬২ শতাংশ। ২০২৩-এর নভেম্বরে তা অনেকখানি বেড়ে ৯.৯২ শতাংশ হতে চলেছে। এই বিষয়ে সরকারের জবাব চান মিমি।