হিন্দি ছবিতে ডেব্যু করছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ছবিতে রয়েছেন পরেশ রাওয়ালের (Paresh Rawal) মতো বলিউডের জনপ্রিয় অভিনেতা।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukhopadhyay) এবং নন্দিতা রায় (Nandita Das) পরিচালিত 'পোস্ত' ছবিটির হিন্দি রিমেক হচ্ছে। তাতেই মিমির স্বামী যীশু সেনগুপ্তের চরিত্রটি করবেন অমিত সাধ (Amit Sadh)। সৌমিত্র অভিনীত পোস্ত-র দাদুর চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে। আর পোস্ত-র ভূমিকায় অভিনয়ের জন্য শিশুশিল্পী বাছা হয়েছে হিন্দি ইন্ডাস্ট্রি থেকেই।
গত বছর থেকে জোরকদমে চলছে প্রস্তুতি। শোনা যাচ্ছে, এই মাসের শেষে ফ্লোরে যেতে পারে ছবি।
দেব-প্রসেনজিৎ বড়পর্দায় একসঙ্গে! এই পুজোয় জমাটি ডুয়েল দেখবে বাংলা
২০১৭ সালে মুক্তি পেয়েছিল পোস্ত। বক্স অফিসে সফল এই ছবি দর্শকমহলেও খুব জনপ্রিয় হয়েছিল।
টলিউডের এই মুহূর্তের একেবারে প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় রয়েছেন মিমি। ঝোলায় প্রচুর হিট ছবি। বেশ কিছু ছবিতে তাঁর অভিনয়ও বিশেষ ভাবে প্রশংসিত।