ডায়েট যতই থাকুক, বাঙালির কিন্তু আবার ভাত ছাড়া ঠিক চলে না । মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ক্ষেত্রেও অনেকটা তাই । প্রায়ই হয়তো কড়া ডায়েটের জন্য ভাত খাওয়া হয় না, কিন্তু একবার সেই সুযোগ পেলে তা কিন্তু কোনওভাবেই হাতছাড়া করতে রাজি নন মিমি । আর পান্তা ভাত পেলে তো কোনও কথাই নেই । পান্তা ভাতে জল ঢেলে, সঙ্গে কাঁচালঙ্কা আর পেঁয়াজ...আর কী চাই...মিমিও ঠিক একইভাবে চেটেপুটে খেলেন পান্তা ভাত ।
ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করেছেন মিমি । সেখানেই দেখা গেল বাটি ভর্তি পান্তা ভাত , সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচালঙ্কা আর আলুসিদ্ধ । জমিয়ে খেলেন অভিনেত্রী । পুজোর কয়েকদিনও একেবারেই ডায়েটে ছিলেন না মিমি । লুচি থেকে শুরু করে বিরিয়ানি...খাওয়া-দাওয়া হয়েছে জমিয়ে । বেশ কয়েকদিন অনিয়মের পর কি পেট ঠান্ডা রাখতেই পান্তা ভাতই বেছে নিলেন অভিনেত্রী ?
মিমি চক্রবর্তী খেতে ভালবাসেন । বিশেষ করে কোনও অনুষ্ঠান কিংবা দুর্গাপুজোয় বেশিরভাগ ক্ষেত্রে 'নো ডায়েট' অনুসরণ করেন । বাড়ির তৈরি খাবারই বেশি পছন্দ মিমির। চিজ, ঘি-ও তাঁর বিশেষ পছন্দের । আর মিষ্টি তাঁর প্রাণের থেকেও প্রিয় । তাই মিষ্টি দেখলে কোনও মতেই নিজেকে সামলে রাখতে পারেন না । উল্লেখ্য, প্রথম হিন্দি ছবিতে দেখা যাবে মিমি-কে । ছবি ট্রেলারও সামনে এসেছে সম্প্রতি ।