তাঁর পায়ের তলায় যেন কার্যত সর্ষে, ফুরসৎ পেলেই তিনি উড়ে যান যেদিকে দুচোখ যায়। কখনও বা তিনি স্কুবা ডাইভিং শিখছেন মন দিয়ে, আবার কখনও গান গাইছেন, সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ,অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ততার শেষ নেই। পোষ্যদের নিয়ে তাঁর ভরা সংসার। আজ টলিউডের এই ‘মাল্টিট্যালেন্টেড’ অভিনেত্রীর জন্মদিন। ৩৫ এ পা দিলেন মিমি।
Mithun Chakraborty: হালকা খাবার খেয়েছেন, স্থিতিশীল মিঠুন! কী বলছে অভিনেতার মেডিকেল বুলেটিন?
সকাল থেকেই তাঁর একাধিক ফ্যানক্লাব থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। রাত ১২টা বাজতেই কাছের মানুষ, বন্ধু-পরিজনদের সঙ্গে কেকও কেটেছেন অভিনেত্রী। এডিটরজি বাংলার তরফ থেকেও মিমির জন্য জন্মদিনের একরাশ শুভেচ্ছা রইল।