জি ফাইভের জন্য নতুন সিরিজ শ্যুট করছেন পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। সেখানে জুন মালিয়া, সায়নী ঘোষের মতো তৃণমূলে রাজের সতীর্থরা অভিনয় করছেন তো বটেই, তবে আসল চমকটা অন্য জায়গায়৷ অভিনয় করছেন রাজ্যের এক মন্ত্রীও। রাজ্য মন্ত্রীসভার সদস্য তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক! সোস্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ছবি শেয়ার করেছেন রাজ। সেখানেই পুলিশের উর্দিতে দেখা গিয়েছে রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিককে। রাজ এবং পার্থ দু'জনেই উত্তর ২৪ পরগনার বিধায়ক।
তৃণমূল কংগ্রেসে অভিনেতা- অভিনেত্রী অনেকেই৷ তবে তাঁরা সকলেই অভিনয়ের মাঠ থেকে রাজনীতির মাঠে এসেছেন৷ নৈহাটির বিধায়ক পার্থবাবুর ব্যাপারটা ঠিক উল্টো৷ উত্তর ২৪ পরগনার দাপুটে এই নেতা এবার রাজ চক্রবর্তীর হাত ধরে অভিনেতাও হয়ে উঠলেন।
Anik Dutta: হাসপাতাল থেকে ছুটি, তবে এখনও চাঙ্গা নন, নিজেই পোস্ট করলেন অনীক দত্ত
সিরিজের নাম 'আবার প্রলয়'। কামব্যাক করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। তিনি এই ছবির প্রযোজক। কাস্টিংও নজরকাড়া। ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, দেবাশীষ মণ্ডল, কৌশানী মুখোপাধ্যায় - কে নেই! তবে আসল চমক কিন্তু মন্ত্রীসভার সদস্য পার্থ ভৌমিকই।