পর্দায় বাঁধা ঘর, তবু ঘর তো। গুঁড়িয়ে যেতে দেখলে কেমন লাগে? খুব কষ্ট হয়। মিঠাই-সিদ্ধার্থরও হল। কষ্ট হল চরিত্রের আড়ালে থাকা আসল মানুষগুলোরও। প্রায় আড়াই বছর পর পথচলা শেষ হল ধারাবাহিক 'মিঠাই'এর। ভাঙা পড়ল ওদের বাড়ি 'মনোহরা'।
সেট ভেঙ্গে দেওয়ার ভিডিও পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। পরিচালক জানিয়েছেন, তাঁর চোখের সামনেই কত স্মৃতি ভেঙে পড়ছে। আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শক, মিঠাই সিদ্ধার্থ অর্থাৎ সৌমীতৃষা- আদৃত। আড়াই বছরে মিঠাই ধারাবাহিকের প্রতিটা চরিত্রই যেন হয়ে উঠেছিল দর্শকের বড় কাছের।
Rahul Arunoday Banerjee: হিন্দু পুরোহিতের মুসলমান বোন, অন্য রকম গল্প বলবে রাহুলের পরের ছবি 'ফতেমা'
ধারাবাহিকের আরও কিছু পর্ব দেখানো বাকি এখনও, কিন্তু শুটিং শেষ। মিঠাই-এর পরিবর্তে এবার আসছে নতুন ধারাবাহিক 'ফুলকি'।