মিঠাই' ধারাবাহিক এখন এগিয়ে গিয়ে বেশ কয়েক বছর । গল্পে অনেক পরিবর্তন আনা হয়েছে । 'মিঠাই'-এর মৃত্যু, সিদ্ধার্থ ও শাক্যর জীবনে মিঠাই-এর মতো দেখতে 'মিঠি'-র এন্ট্রি। মিঠিও এবার ধীরে ধীরে দর্শকদের মন জয় করতে শুরু করেছে। মোদক পরিবারের সকলের সহায়তায় সে এখন 'মিঠাই' সেজেই রয়েছে। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ের পিঁড়িতেও বসে পড়েছে সিড মিঠি। তবে কি মিঠাইয়ের জায়গা নেবে মিঠি?
সাম্প্রতিক প্রোমোতে দেখা যাচ্ছে, কোনও গুন্ডাদের তাড়া খেয়ে গণবিবাহের অনুষ্ঠানে ঢুকে পড়ে সিড মিঠি। এরপর নিজেদের পরিচয় আড়াল করতে বর বউয়ের বেশে পিঁড়িতেও বসে পড়ে তারা। এবার কি সাত পাকও ঘুরে নেবে তারা, জানতে হলে দেখতে হবে 'মিঠাই'।
আরও পড়ুন : মেজাজ খারাপ' চঞ্চল চৌধুরীর! ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না কারাগার পার্ট ২, কেন?
সারা বছর জনপ্রিয়তার শীর্ষে থাকা ধারাবাহিক মিঠাই বরাবরই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সিদ্ধার্থ ও মিঠাইয়ের সহজ সম্পর্কের সমীকরণকে মাথায় রেখে। এক সুন্দর পরিবারের গল্প, যেখানে পরতে-পরতে জড়িয়ে রয়েছে স্নেহ ভালবাসা হুল্লোর। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে সেই সম্পর্কের চেনা সমীকরণ। এবার সেই পরিবার কি মাতিয়ে রাখবে মিঠি? এখন সেটাই দেখার।