বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'আদর্শ হিন্দু হোটেল' আবার ফিরছে পর্দায়৷ পরিচালক অরিন্দম শীল একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন করে ফিরিয়ে আনছে হাজারি ঠাকুর, পদ্ম, বেচু চক্রবর্তীদের। শোনা যাচ্ছে, হাজারি ঠাকুরের ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, পদ্মর ভূমিকায় অভিনয় করবেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অনন্যা চক্রবর্তী।
১৯৪০ সালে প্রকাশিত হয়েছিল বিভূতিভূষণের অন্যতম শ্রেষ্ঠ এই উপন্যাস। একাধিকবার এই উপন্যাস থেকে তৈরি হয়েছে ছবি। ১৯৫৭ সালে অর্ধেন্দু সেনের পরিচালনায় অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস, সাবিত্রী চট্টোপাধ্যায়, জহর গাঙ্গুলী, ধীরাজ ভট্টাচার্যের মতো অভিনেতারা। পরে রাজা সেনের টেলিছবিতে হাজারি ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন মনোজ নিত্র।
ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডের জন্য এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে। কিন্তু শুটিং শুরু হতে জানুয়ারি হবে। প্রযোজক ক্যামেলিয়া প্রোডাকশনস।