ধোনি (MS Dhoni) হলেন রজনীকান্ত (Rajnikanth)। স্টার স্পোর্টসের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL promo) একটি প্রোমো ভিডিওতে দক্ষিণী সুপারস্টারের সাজে দেখা গেল মাহিকে। একেবারে অবিকল রজনীকান্ত। সেই মেজাজ, খাকি শার্ট, মোটা গোঁফ সেই চোখে সানগ্লাস। সম্প্রতি ধোনির গ্রাফিক নভেল অথর্ব রিলিজ করেছিলেন রজনীকান্ত।
আগামী ২৬ মার্চ শুরু হবে আইপিএল। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-এর অধিনায়ক মাহি। উত্তেজনায় ফুটছেন এখন থেকেই।
রজনীকান্তের বেশে ধোনিকে দেখে অনেকেই বলছেন, ২২ গজের নায়ক কিন্তু অনেক সুপারস্টারের চেয়েও ভালো অভিনেতা।